
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন এলাকায় ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে থানা পুলিশ দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ রাসেল উদ্দিন ওরফে রিয়াজু (৩৩) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকালে থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জসিম উদ্দিনের সঙ্গীয় পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারিদিকে ঘিরে ফেলে ওই ডাকাতকে গ্রেফতার এবং তাঁর হেফাজত থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মালুমঘাট ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে একদল ডাকাত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটার পশ্চিম অংশে ডুমখালী রেলস্টেশনের পাশে আস্তানায় জড়ো হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে এদিন বিকাল সাড়ে চারটার দিকে আমরা সঙ্গীয় পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চারিদিকে ঘিরে ফেলি।
এসময় ডাকাতের আস্তানা থেকে জনগণের উপস্থিততে রিয়াজু নামের এক ডাকাতকে গ্রেফতার এবং তাঁর দেখানো জায়গা থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে সৌপদ্দ করা হবে।

Posted ৯:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta