
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাতটি দোকান। ক্ষতির পরিমান অর্ধ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাত দুইটার দিকে বাইশারী বাজারের পুর্ব পার্শ্বে হাফেজ খানা সংলগ্ন মার্কেটে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে,শহিদুল্লাহ, র মুদি দোকান, জসিম উদ্দীন প্রকাশ কিরন মালার রাবারের গোদাম,চাউল, গ্যাস ও এসিড, ধলু মিয়ার চায়ের দোকান, নুরুল আলমের কুলিং কর্নার, আবদুর শুক্কুরের ফার্নিচার এর দোকান, শহিদুল্লাহ, র মালামালের গোদাম ও জসিমের চাউলের গোদাম।দোকান মালিকেরা জানান,তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষ দর্শী বাজার প্রহরী হাকিম আলী জানান, তিনি প্রথমে বাইশারী বাজারের জসিম উদ্দীনের রাবারের গোদামের ভিতর আগুন দেখতে পেয়ে বাইশারী বাজার সভাপতি আবদুল করিম বান্টুকে বিষয়টি তাৎক্ষণিক অবহিত করা হলে তিনি সাথে সাথে বাজারের মসজিদের মাইকে এলাকাবাসীদের জানানো হয়।
এসময় এলাকাবাসী ও ব্যাবসায়ীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা অব্যাহত রাখে।
পরে ফায়ার সার্ভিসের নাইক্ষ্যংছড়ি ষ্টেশনকে খবর দেওয়া হলে তারা ও আগুন নিভানোর কাজে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণ করায় বাইশারী বাজারের শতাধিক দোকান রক্ষা পায়।
এসময় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাজার নিরাপত্তা ও আগুন নিভানোর কাজে যোগ দেন।
বাজার সভাপতি আবদুল করিম বান্ডু জানান, মশার কয়েল থেকে আগুনের সুত্র পাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের নাইক্ষ্যংছড়ি ষ্টেশনের ইনচার্জ শাহিদুল আলম জানান তাতক্ষনিক খবর পেয়ে তিনি বাজারের আগুন নিভানোর কাজে যোগ দেন।আগুন বর্তমানে নিয়ন্ত্রণ করা হরা হয়েছে।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল আলম জানান, খবর পেয়ে তাতক্ষনিক ঘটনাস্থল গিয়ে নিরাপত্তা সহ আগুন নিভানোর চেষ্টা অব্যাহত রাখা হয়।
বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, তিনি বিষয়টি অবগত রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত দোকানের তালিকা তৈরী করে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে ও আর্থিক সহযোগিতা করা হবে।

Posted ৪:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta