রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
324 ভিউ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান

কক্সবাংলা ডটকম(১৬ ডিসেম্বর) ::‍‍ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এক অনবদ্য ইতিহাস। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামসহ সমগ্র ভারতবাসী, ইন্দিরা গান্ধী তথা ভারত সরকার এবং বিএসএফ ও ভারতীয় সৈন্যদের কিংবদন্তি সাহায্য-সহযোগিতা ও আত্মত্যাগের সফল পরিণতি এই বাংলাদেশ। এটা ঠিক ভারতের সামরিক কৌশলগত স্বার্থ ছিল, কিন্তু বাংলাদেশের জন্য ভারতবাসীর এতটা ত্যাগ ও ভালোবাসা বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনা। মোদ্দা কথা, ভারত আমাদের (বাংলাদেশের) স্বাধীনতা এনে দিয়েছিল। অনেকটা না চাইতে এবং কিছু বোঝার আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। হয়তো এ কারণে বাংলাদেশীরা মুক্তিযুদ্ধে ভারতের অবদান খাটো করে দেখে বা ততটা স্বীকার করতে চায় না। অথবা কটু কথা বলে। বাঙালি নাকি ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না’! যদি মুক্তিযুদ্ধ অন্তত নয় মাস না হয়ে নয় বছর হতো; প্রতি ঘরে একজন শহীদ বা বীরাঙ্গনা থাকত, তাহলে হয়তো বাঙালি স্বাধীনতার মর্যাদা বুঝত এবং ভারতের অবদানকে মেনে নিত। সহজলভ্য স্বাধীনতার কারণেই বাঙালি পেরেছিল মাত্র সাড়ে তিন বছরের মাথায় ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দিতে?

‘একদিন বাঙালি ছিলাম রে’— এই গান বেশ জনপ্রিয়। একাত্তরে আমরা বাঙালি ছিলাম, এখন বাঙালি মুসলমান। পাকিস্তান আমলেও কিন্তু আমরা বাঙালি মুসলমান ছিলাম। এর সুবিধা হচ্ছে, বাঙালি মুসলমান হলে একটু পাকিস্তান-পাকিস্তান গন্ধ থাকে। তাই ক্রিকেটে ভারত পাকিস্তানের কাছে হারলে বা যে কারো কাছে ভারত হারলে আমাদের খুশির অন্ত থাকে না। এটা তামসিক মানসিকতা। বাংলাদেশে সবার অজান্তে একটি চমত্কার ঘটনা ঘটে গেছে। সহজ বাক্যে সেটি হলো: যিনিই ভারতবিরোধী, তিনিই সাম্প্রদায়িক। নাহ, ব্যতিক্রম দেখি না। বাংলাদেশের সংখ্যাধিক্য মানুষ এখন সাম্প্রদায়িক, সুতরাং ভারতবিরোধী। তাই মুক্তিযুদ্ধে ভারতের অবদান যতটা ক্ষুদ্রাকারে দেখানো যায়, তাই ভালো। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ভারতীয় সৈন্য মরেছে, সেই ইতিহাস খুঁজে পাওয়া বেশ দুঃসাধ্য। সরকার অবশ্য ভারতকে অস্বীকার করছে না বা করতে পারছে না। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধে বিদেশীদের অবদান স্মরণ করে বেশকিছু কাজ করেছে। লক্ষণীয় যে, শব্দটি ‘বিদেশী’। ব্যাকরণগতভাবে শব্দটি সঠিক, কিন্তু এটাও কি সত্য নয় যে, ‘ভাসুরের নাম নিতে মানা’?

২০১০ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের সম্মাননা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। তখন দুই দেশের মধ্যে বেশকিছু কথাবার্তা হয়। ওই সময় লে. জে. বিজয় কুমার সিংহের নেতৃত্বে একটি ভারতীয় সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম তখন এ প্রতিনিধি দলকে বলেছিলেন, বাংলাদেশ কখনো স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা ভুলবে না। তিনি আরো জানিয়েছিলেন, নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটি স্মৃতিসৌধ হবে এবং তাতে নিহত প্রতিটি ভারতীয় সৈনিকের নাম লেখা থাকবে। মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর ঠিক কত সৈন্য নিহত হয়েছিল, বাঙালি তা আজো জানে না। গুগল ও এনডিটিভি জানাচ্ছে, সংখ্যাটি ৩ হাজার ৯০০, আহত ৯ হাজার ৮৫১।

ইকোনমিক টাইমস/ ইন্ডিয়া টাইমস ২ জুন ২০১৫ বাংলাদেশ সরকারের বরাত দিয়ে জানাচ্ছে, নিহতের সংখ্যা ১ হাজার ৯৮০। আমার দেশের (বাংলাদেশ) জন্য যারা অকাতরে জীবন দিয়ে গেল, তাদের প্রতি আমাদের কি কোনো দায় নেই?

নিশ্চয়ই মুক্তিযুদ্ধে আমাদের গৌরবগাথা সত্য, তার পরও এটাও সত্য যে, আমাদের স্বাধীনতার জন্য আমরা ভারতের কাছে চিরকৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার দায় সামান্য হলেও পরিশোধের জন্য বাংলাদেশের মাটিতে নিহত ভারতীয় সৈন্যদের জন্য মন্ত্রীর কথামতো ঢাকায় একটি স্মৃতিসৌধ হওয়া উচিত। নাকি এটি শুধু কথার কথা? একদা রেসকোর্সে ‘ইন্দিরা মঞ্চ’ ছিল। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে সেটা ভেঙে ফেলা হয়েছে। ভারত বিরোধিতা আমাদের মজ্জায় মজ্জায় এতটাই গভীরভাবে প্রোথিত যে, আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে আমরা ‘বেইমান’ খেতাব পেয়েছি, তেমনি ভারতের অবদানকে খাটো করে ‘অকৃতজ্ঞ’ হচ্ছি। কেন এত দৈন্য? ভারত হিন্দু বা হিন্দুই ভারত বলে? একাত্তরে এ কথা মনে ছিল না? কোনো মুসলমান রাষ্ট্র কি সেদিন বাংলাদেশের পক্ষে এগিয়ে এসেছিল? চীন? কেউ আসেনি। বরং সবাই মিলে বিরোধিতা করেছিল! পক্ষে ছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক বলয়। ভারত এবং ইন্দিরা গান্ধী ছিল ‘একাই একশ’!

ইন্দিরা গান্ধী ৩১ অক্টোবর ১৯৭১ সালে লন্ডনে বলেছিলেন, ‘শরণার্থী সমস্যা ছোট করে দেখার উপায় নেই। বাংলাদেশের সমস্যা শুধু শরণার্থী সমস্যা নয়, বরং এর চেয়ে অনেক গভীর। ভারতের জন্য শরণার্থী সমস্যা শুধু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নয়, বরং এটা ভারতের নিরাপত্তা ও অখণ্ডতার জন্য বিরাট হুমকি। শরণার্থীদের ওপর যে বর্বরোচিত নির্যাতন হচ্ছে বিশ্ব তা জানে না, কিন্তু প্রতিদিন শরণার্থীরা ভারতে আসছে। মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, কত দিন এ ভার আমরা বহন করতে পারব? আমি বলছি, সেই সময় পেরিয়ে গেছে। আমরা আগ্নেয়গিরির ওপর বসে আছি, জানি না কখন সেটা উদগীরণ হবে? আমরা সংযত, কিন্তু কতটা সংযত থাকব, বিষয়টি নির্ভর করছে সীমান্তে কী ঘটছে, তার ওপর। আমরা মনে করি বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব এর সমাধান খুঁজে বের করা। সবচেয়ে ভালো হয় এবং সেটা মানবিক, তাহলো এর রাজনৈতিক সমাধান বা বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।’

শরতের শুরুতে ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে আক্রমণাত্মক কূটনৈতিক সফরে পশ্চিমা বিশ্বে যান এবং যুক্তরাজ্য ও ফ্রান্সকে পক্ষে আনতে সমর্থ হন। এ দুই রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য এবং মার্কিন বলয়ের, কিন্তু বাংলাদেশ প্রশ্নে এরা ভারতকে সমর্থন দেয়। ওই সময় ইন্দিরা গান্ধীর বিরাট কূটনৈতিক বিজয় ছিল ৯ আগস্ট সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ২০ বছর মেয়াদি ‘বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি’। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল একটি বড় আঘাত। এতে ভারত-পাকিস্তান সংঘর্ষে চীনের অংশগ্রহণের সম্ভাবনা কমে যায়। চীন তখন পাকিস্তানকে নৈতিক সমর্থন বা সামান্য সামরিক সাহায্য দিলেও ভারত সীমান্তে সৈন্য সমাবেশ ঘটায়নি। ইন্দিরা গান্ধী ওয়াশিংটন সফর করেন। কিন্তু প্রেসিডেন্ট নিক্সন তাকে ততটা আমলে নেননি। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে বসেই ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট নিক্সনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, ‘আমেরিকা না চাইলেও বাংলাদেশ স্বাধীন হবে।’ ইন্দিরা গান্ধীর জীবনী ‘মাই ট্রুথ’ গ্রন্থে বাংলাদেশের ঘটনাবলি বিশদ বিবৃত আছে।

২৭ মার্চ ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে পূর্ণ সমর্থন দেন। শরণার্থীদের আশ্রয়ের জন্য সীমান্ত খুলে দেয়া হয়। পশ্চিম বাংলা, বিহার, আসাম, মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে শরণার্থী শিবির খোলা হয়। নির্বাসিত বাংলাদেশী সেনা অফিসার ও স্বেচ্ছাসেবীরা ওইসব ক্যাম্প থেকে মুক্তিবাহিনীর সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ কাজে নিয়োজিত হয়। ভারতের ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল জেএফআর জ্যাকব এক সাক্ষাত্কারে বলেছেন, ‘বেসরকারিভাবে ভারত এপ্রিল থেকে বাংলাদেশে জড়িয়ে যায়, যদিও আনুষ্ঠানিকভাবে সেটা ঘটে অনেক পরে।’ তিনি জানান, এপ্রিল থেকেই ভারত মুক্তিবাহিনীকে ট্রেনিং দিতে শুরু করে। জেনারেল জ্যাকব আরো বলেন, ‘এটা ছিল বাংলাদেশের ফাইট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও মুক্তিযোদ্ধারা দেশকে ভালোবেসে সাহসের সঙ্গে যুদ্ধ করেছে, আমরা পাশে ছিলাম।’ ইন্দিরা গান্ধী ও জেনারেল জ্যাকবের মন্তব্য থেকে বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভারত কীভাবে জড়িয়ে পড়ে, এর আঁচ পাওয়া যায়। প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু ক্ষমতা পায় না। পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। ২৫ মার্চ ১৯৭১ ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তান গণহত্যা শুরু করলে একই দিন দিবাগত রাতে (২৬ মার্চ ১৯৭১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু গ্রেফতার হন। তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এমএ হান্নান ২৬ মার্চ প্রথম রেডিওতে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাঠ করেন। মুক্তিযুদ্ধ শুরু। পাকিস্তান গণহত্যা চালায়। ভারত সীমান্ত খুলে দিয়ে সাহায্যের হাত বাড়ায় এবং মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। সেই শুরু। ভারত-পাকিস্তান শত্রুতাপূর্ণ সম্পর্ক শ্রীমতি ইন্দিরা গান্ধীকে এ সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তিনি হিসাব করেন, এ বিপুল শরণার্থীর ভার বহনের চেয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে খরচ কম হবে। ফলে ভারত মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

৩ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তান অকস্মাৎ ভারতীয় বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। ভারত পাল্টা আঘাত হানে। শুরু হয় আনুষ্ঠানিক যুদ্ধ। তিনটি ভারতীয় কোর তদানীন্তন পূর্ব পাকিস্তানে যুদ্ধ করে, সঙ্গে প্রায় তিন ব্রিগেড মুক্তিবাহিনী। ভারতীয় বিমান বাহিনী এক সপ্তাহের মধ্যে পূর্ব পাকিস্তানের আকাশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। পশ্চিমেও প্রায় একই অবস্থা, ভারতীয় নৌবাহিনী একই সময়ে প্রায় অর্ধেক পাকিস্তানি নৌবহর ও ট্যাংকার ধ্বংস করে। জাতিসংঘে বারবার যুদ্ধবিরতি প্রস্তাব সোভিয়েত ভেটোতে বানচাল হয়ে যায়। উপায় না দেখে পাকিস্তান ১৬ ডিসেম্বর পূর্ব পাকিস্তানে আত্মসমর্পণ করে। পশ্চিম রণাঙ্গনে ভারত সর্বাত্মক সুবিধাজনক অবস্থায় থাকার পরও ইন্দিরা গান্ধী একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন। যুদ্ধ শেষ। ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে মাথা নিচু করে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একসঙ্গে এত সৈন্যের আত্মসমর্পণ এই প্রথম। লে. জেনারেল এ কে নিয়াজি এতে স্বাক্ষর করেন। পৃথিবীর বুকে সপ্তম জনবহুল ও চতুর্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জন্ম নেয়। পরাজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানিরা স্থানীয় রাজাকার বাহিনীর সহায়তায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত করে।

ইন্দিরা গান্ধী ও বিশ্বনেতাদের চাপে পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেয়। তিনি ১০ জানুয়ারি ১৯৭২ দেশে ফিরে আসেন। শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ চায় কিন্তু চীনের ভেটোতে সেটা হয় না। বাংলাদেশ সরকার ঘোষণা করে, দখলদার পাকিস্তানি বাহিনী ৩০ লাখ মানুষ হত্যা করেছে এবং দুই লাখ মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। পাকিস্তানের জন্য এ পরাজয় ছিল অবমাননাকর ও লজ্জাজনক। পাকিস্তান তার অর্ধেকের বেশি জনসংখ্যা হারায়। ‘টু-নেশন থিওরি’ মিথ্যা প্রমাণিত হয়। পাকিস্তান এক-তৃতীয়াংশ সৈন্য, এক-চতুর্থাংশ বিমান বাহিনী এবং অর্ধেক নৌবাহিনীর শক্তি হারায়। ইয়াহিয়া খানের সামরিক শাসনের অবসান ঘটে। জুলফিকার আলী ভুট্টো ক্ষমতাসীন হন। ১৯৭২ সালে হয় সিমলা চুক্তি। ভারত যুদ্ধবন্দিদের ১৯২৫ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী তদারকি করে। ৯৩ হাজার বন্দিকে মুক্তি দেয়, এমনকি যুদ্ধাপরাধে অভিযুক্ত ২০০ সেনাকেও ক্ষমা করে দেয়। একই সঙ্গে পশ্চিম রণাঙ্গনে দখলকৃত ১৩ হাজার বর্গকিলোমিটার ভূমি ফেরত দিয়ে দেয়। এ বিশাল পরাজয়ের গ্লানি ঘোচাতে এবং আরেকটি ভারতীয় আক্রমণ ঠেকাতে ভুট্টো পারমাণবিক বোমা কর্মসূচিতে হাত দেন।

ভারতের চিরশত্রু পাকিস্তান, বাংলাদেশ বন্ধু। আমাদের কাছে পাকিস্তান ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ; ভারত ‘বন্ধুপ্রতিম’। অর্থাৎ ভারত বন্ধু, পাকিস্তান ভাই? গত এক দশক অবশ্য এ শব্দগুলো একটু কম শোনা যায়। কিন্তু এতে মানসিকতার পরিবর্তন ঘটে গেছে বলে মনে করার কোনো কারণ নেই! তাই আজো শুনতে হয়, স্বাধীনতার পর ভারত নাকি বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গেছে! ধ্বংসস্তূপের মধ্যে সদ্য স্বাধীন বাংলাদেশের তখন ছিল কী? অথচ যেই ভ্রাতৃসম পাকিস্তান দুই লাখ মা-বোনের সম্মান হানি করল, তারা ভাই-ই থাকল আর বিজয়ী ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যেখানে একটি ধর্ষণের অভিযোগ ওঠেনি, তারা বন্ধুর বেশি এগোতে পারল না? ভারতের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে, ভারত জেনারেল এমএজি ওসমানীকে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেয়নি।

এমন এক প্রশ্নের উত্তরে জেনারেল জ্যাকব বলেছেন, ‘আমরা চেয়েছিলাম তিনি থাকুন, কিন্তু তিনি সিলেটে ছিলেন এবং তার হেলিকপ্টারে পাকিস্তানি বাহিনী গুলি করে। এটা আমাদের দোষ নয়, তার বদলে খন্দকার উপস্থিত ছিলেন।’ ভারতের বিরুদ্ধে আমাদের অভিযোগের অন্ত নেই, ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’!

 লেখক : কলাম লেখক শিতাংশু গুহ

324 ভিউ

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com