
দূর্নীতির কালো থাবা —
এবং স্বার্থপর,
রাজনীতির হিংসা তলে–
ভাঙ্গলো সুখের ঘর,
অস্থিতিশীল পরিবেশে–
নিত্য হচ্ছে খুন,
ধর্মের দোহাই দিয়ে শুধু —
মুখে মাখলো চুন,
একদল পালিয়ে–
অন্য দল এলো,
স্বদেশ প্রেম নাইরে কেন–
বেইমান গুলো ধর,
জনগণের আদালতে–
তাদের বিচার কর।
৬ই নভেম্বর, ২০২৫ইং

Posted ৮:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta